ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

উন্মোচন হলো ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজের শিরোপা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ৫ অক্টোবর ২০২২

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার টয়লেট্রিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বাংলা ওয়াশ’ এর টাইটেল স্পন্সরে ‘বাংলা ওয়াশ টি-২০ ত্রি-সিরিজের’ শিরোপা উন্মোচন করা হয়েছে।

শিরোপা উন্মোচন করেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন, পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও বাংলাদেশ টি-২০ দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। বাংলাদেশ দলের নিয়মিত টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান উপস্থিত থাকতে না পারায় নুরুল তার হয়ে দায়িত্ব পালন করেন।

সাকিব সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন। অন্যদিকে বাংলাদেশ দলের অন্য ক্রিকেটাররা আরব আমিরাতে টি-২০ সিরিজ খেলে দেশে ফিরে তারপর নিউজিল্যান্ড গেছেন। সাকিবের মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি